Fashion Fuss : ফ্যাশনফাসের পুজো ফ্যাশন
গত জুলাই মাস। বেশ কয়েকজন তরুণ যুবক মিলে যাত্রা শুরু করেছিল নতুন একটি প্রোডাকশন হাউসের। যার নাম ফ্যাশনফাস প্রোডাকশন হাউস। নতুন উদ্যমে ভালো কিছু করার লক্ষ্যে ফ্যাশনফাস তাদের জার্নি এগিয়ে নিয়ে যায়।জুলাই মাসে শুরু করার থেকেই অভিনব ফটোশুটে দর্শকদের মন জিতে নিয়েছে ফ্যাশনফাস প্রোডাকশন হাউস। বেশ ভালো কাজও করছে। সামনেই দুর্গাপুজো। তাই পুজোর আগে নতুন ভাবনা নিয়ে এসেছে কলকাতার এই প্রোডাকশন হাউস। আগের কাজগুলোর মতো এই ভাবনাতেও নতুনত্ত্ব রয়েছে। এবার পুজোর ফ্যাশনে ফ্যাশনফাস প্রোডাকশন হাউস। অন্বেষা, দীশানি ও কোয়েলের রুপসজ্জায় মহানগরীর রাস্তায় ধরা দিল ফ্যাশনফাসের চার মডেল স্নেহা, অপর্ণা, ফারদিন ও সিমরন। এই ফ্যাশন শুটের পুরো ভাবনাটা শুভ্রজিতের। তাকে এই কাজে সহযোগিতা করেছে তমোনাশ। ছবিগুলি ক্যামেরাবন্দী করেছে সৌরভ ও শান্তনু।